বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
মো: নাসির খান, শরীয়তপুর থেকে:: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কর্মসূচি জোরদারের অংশ হিসেবে শরীয়তপুরে শুরু হয়েছে ‘বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, আটং-বুড়িরহাট সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তিনি বলেন, বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় নানা কার্যক্রম হাতে নিয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা নয়, বরং অর্থনৈতিকভাবেও জনগণ উপকৃত হবে। বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণ আমাদের খাদ্য ও ওষুধের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তবে এ বছর জেলায় ২৫ হাজার গাছ রোপণ করবেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: নুর হোসেন, শরীয়তপুর এলজিডি’র নির্বাহী প্রকৌশলী এসএম রাফিউল ইসলাম, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল, জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিবছর মৌসুমি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শরীয়তপুরকে সবুজ ও পরিবেশবান্ধব জেলায় রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা পরিষদ।