মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন

শরীয়তপু‌রে বা‌স চাপায় নিহত মাদ্রাসার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, একুশরে কন্ঠ : শরীয়তপু‌র-ঢাকা মাহাসড়‌কের বাসস্ট্যান্ড এলাকায় বা‌স চাপায় মো. শা‌ফিন না‌মে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার (১৫ মার্চ) বিকাল সা‌ড়ে ৪টার দি‌কে শরীয়তপুর পৌরসভার বা‌ঘিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর সুপার সার্ভিস নামের বাসটিকে আটক করেছে পুলিশ।

নিহত শাফিন শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ম‌হিষার ইউ‌নিয়‌নের সাজনপুর গ্রামের শাহীন শৈলের ছেলে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মায়ের সাথে বিকেলে শিশুটি মাদ্রাসায় আসছিল। পথম‌ধ্যে বাসস্টান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় শরীয়তপুর সুপার সার্ভিস বাসের চাপায় তার মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পা‌ঠি‌য়ে‌ছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com