বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : মঙ্গলবার বেলা ১১টার দিকে কমল বিশ্বাসের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
কমল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার কার্তিক বিশ্বাসের ছেলে। তিনি নড়িয়া উন্নয়ন সমিতির (নুসা) বিঝারি শাখার ব্যবস্থাপক ছিলেন। কমল আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
পুলিশ জানায়, বিঝারি এলাকার নুরুল ইসলাম ঢালীর বাড়িতে শাখা অফিস ভাড়া নেয় নুসা কর্তৃপক্ষ। সেই অফিসের একটি রুমে মাঝে মধ্যে থাকতেন কমল বিশ্বাস। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৭টার মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে রশ্মি দিয়ে ফাঁস নেন তিনি। স্থানীয়রা বিষয়টি দেখে থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে কমল বিশ্বাসের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নুসার যুগ্ম–পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডু জানান, দুই বছর আগে এনজিওটিতে যোগদান করেন কমল বিশ্বাস। তিনি বিঝারির শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন। এখন এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনও জানা যায়নি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। তবে আমাদের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন।