বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষি ও ফসলি জমির মাটি কেটে ধ্বংস করার অপরাধে অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।
বুধবার (৭ মে) বিকালে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ মেজাহেরুল হক পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড কোড়ালতলী গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।
একই সময়ে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ মেজাহেরুল হক ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড আইজারা গ্রামে কৃষি জমি নষ্ট করে মাছের ঘের করার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা অবৈধভাবে এক্সেভেটর মেশিন দিয়ে কৃষি ও ফসলি জমি নষ্ট করে মাছের ঘের বানাচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বলেন, কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।