মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
মো. নাসির খান (শরীয়তপুর) সংবাদদতা ।।
শরীয়তপুরে প্রথম ধাপে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল। ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ১২ জন মনোনয়ন পত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস-চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।
ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, সমাজ সেবক ওয়াছেল কবির, সখিপুর থানা আওয়ামীলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইউনুছ সরকার ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জনের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, আজহারুল ইসলাম সিকদার, ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাড়ী, সমাজ সেবক মোঃ আজহারুল ইসলাম গাজী, মোঃ ফয়সাল আহমেদ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান আকলিমা আক্তার, সভাপতি মহিলা আওয়ামিলীগ ভেদরগঞ্জ চিনু বেগম, আফসানা আহমেদ, মিসেস রোকসানা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র গৃহীত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।