মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ

মো. নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনের আমেজ শুরু না হতেই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচার শুরু। ভেদরগঞ্জ ও চরাঞ্চলের সখিপুর সহ দুইটি থানা নিয়ে গঠিত ভেদরগঞ্জ উপজেলা। এ উপজেলায় মোট ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সমন্বয়ে ভেদরগঞ্জ উপজেলা হওয়ায় এখানে নির্বাচনি ডামাডোলটা একটু বেশিই বটে। এ উপজেলায় সম্ভাব্য কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর নাম উঠে এলেও তাদের মুখ থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বুয়েট ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য চরভাগা ইউনিয়নের ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবির মোল্লা ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের পরিচয় তুলে ধরছেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া কামনা করছেন। বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রার্থিতা জানান দিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন। তারা এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন।

নির্বাচন কমিশন এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে । এর মধ্যে আগামী ৪ মে প্রথম ধাপ অনুষ্ঠিত হবে । এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে আগামী ৪ মে।

এমন আগাম প্রচারে সরব হয়ে উঠেছে পুরো ভেদরগঞ্জ উপজেলা।

এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীর কর্মী-সমর্থকরা লিফলেট বিতরণ, মোটর সা্ইকেল সো-ডাউন, উঠান বৈঠক, ব্যানার, ফেস্টুন ও পোস্টরে ছেয়ে গেছে ভেদরগঞ্জ উপজেলার প্রতিটি গ্রাম-গঞ্জে। সমর্থকরা তাদের পছন্দের ব্যক্তির জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। কিছু কিছু প্রার্থী কর্মী সমাবেশও শুরু করছেন।

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। তবে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে ভেদরগঞ্জে অতীত ও বর্তমান বিষয়ের ওপর বিবেচনা করে যাকে সব সময় জনসাধারণ কাছে পায় এরকম একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

উল্লেখ্য- এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৬২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৯ হাজার ৭৯৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৯ হাজার ৮৬২ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com