বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের গোসাইরহাটের চরাঞ্চলের কোদালপুর ইউনিয়নের দক্ষিণ কোদালপুর এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় শাহিনা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত শাহিনার স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা মরদেহ উদ্ধারের আগেই পালিয়ে গেছে।
বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে স্বামী হেলাল গাজীকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশ হেলাল গাজীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দক্ষিণ কোদালপুর এলাকার গাজী কান্দি গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হত্যা করে পালিয়েছিল স্বামী হেলাল গাজীসহ তার শুশুর বাড়ির লোকজন। পুলিশ শাহিনার মরদেহ উদ্ধার করার পর তার বাবা জান্নাল পাজাল মেয়ে হত্যার অভিযোগে ৫ জনকে আসামি করে গোসাইরহাট থানায় মামলা করেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শাহিনা হত্যা হওয়ার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহিনা হত্যার ঘটনায় তার বাবা মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় গোসাইরহাট থানা পুলিশ ঢাকা থেকে হেলাল গাজীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত হেলাল গাজীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।