বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

শত্রুর দেয়া আগুনে মরলো গরু ছাগল কৃষক পরিবারে বিষাদের ছাপ!

ঢাকার নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়লো তিন গরু ও দুই ছাগল ঢাকার নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়লো তিন গরু ও দুই ছাগল

নিজস্ব প্রতিনিধি,নবাবগঞ্জ ॥ ঢাকার নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়লো তিন গরু ও দুই ছাগল। উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামনহাটি এলাকায় শনিবার ভোর রাতে আকবর তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিকের। তাঁদের সংসারের বড় পুজিঁ ৩টি গরু ও ২টি ছাগল হারিয়ে স্বামী স্ত্রীর চোখে মুখে যেন বিষাদের ছাপ পড়েছে। স্ত্রী শামসুন্নাহার বলেন, আমার শেষ সম্বল টুকু ওরা এভাবে কেড়ে নিলো। আল্লাহ ওদে বিচার করো। ঠিক এভাবেই স্বজন হারানোর মতো শোকে মাতম এ গৃহিনী।

আকবরের স্ত্রী শামসুর নাহার অভিযোগ করেন, গত ৮ ডিসেম্বর সকালে বাড়ি থেকে ৪ টি চায়না হাঁস চুরি হয় । এঘটনায় প্রতিবেশী স্বপনের ছেলে আকাশকে হাঁস নিতে দেখে তার ছেলে সজিব । তখন সজিব আকাশকে তাতে বাধা দিলে তাঁকে মারধর করে এবং হুমকি- দেয় আকাশ ও তাঁর লোকজন। এরপর শনিবার ভোর রাতে আকবরের গোয়াল ঘরে আগুন দেয়া কে বা কারা। আগুনে তাঁর তিনটি গরু ও দুটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

আবকর তালুকদার জানান, তিনি কাউকে দেখেননি। তবে তাঁর সন্দেহ পূর্ব ঘটনার জেরে প্রতিবেশী আকাশ ও তার লোজন এ ঘটনা ঘটিয়েছে। এলাকায় তাঁর সাথে অন্য কারো কোন বিরোধ নেই বলে জানান।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com