বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

শত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে মারপিট, থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধুকে মারপিট করার অভিযোগ উঠেছে দবিয়ার রহমান ও রফিকুল ইসলামদের বিরুদ্ধে।

রবিবার (২১ মে) দুপুরে বিচারের দাবীতে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন উক্ত গৃহবধুর স্বামী শাকিল ইসলাম।

অভিযোগ সুত্রে জানা গেছে, দবিয়ার রহমান ও রফিকুল ইসলামদের সাথে শাকিল ইসলাম এর চাচা মতিয়ার রহমানের জমি সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান রয়েছে। সেই মামলায় শাকিল ইসলাম স্বাক্ষী হওয়ায় দবিয়ার রহমান ও রফিকুল ইসলাম গং তার উপর ক্ষিপ্ত হয়। পরবর্তিতে শাকিল জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা করিলে আসমীগণ মামলার আক্রোশ বসত হয়ে শুক্রবার বিকালে বিভিন্ন রকম হুমকী দিয়ে শাকিলকে মারপিট করার জন্য তার বাড়ীতে প্রবেশকালে তার স্ত্রী রিক্তা খাতুন বাধা প্রদান করে। এতে আসামীগণ ক্ষিপ্ত হয়ে দবিয়ার রহমানের হুকুমে শাকিলের স্ত্রী রিক্তা খাতুনকে মারপিট করে শ্লীলতাহানী ঘটায়।

পরবর্তিতে এলকাবাসী রিক্তা খাতুনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়, রিক্তা খাতুন বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। পরবর্তিতে ন্যায় বিচারের দাবীতে স্থানীয় থানা লিখিত এজহার দিয়েছেন, রিক্তা খাতুনের স্বামী শাকিল ইসলাম বলেন, মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামীগণ প্রতিনিয়ত বাদিকে প্রকাশ্য হুমকি দিচ্ছে। বাদির পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি।

এ বিষয়ে দবিয়ার রহমান ও রফিকুল ইসলাম দ্বয় বলেন, শাকিল নিজের স্ত্রীকে নিজে মারপিট করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, এজাহার পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com