রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

শক্তিশালী টুইন ইঞ্জিনের বাইক

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক:: ভারতে বিক্রি হওয়া অন্যতম জনপ্রিয় বাইক প্রস্তুতকারক রয়েল এনফিল্ড। এই প্রথম রয়েল এনফিল্ড তাদের কন্টিনেন্টাল জিটি ৬৫০ আর ইন্টারসেপ্টার ৬৫০ বাইক দুটিতে শক্তিশালী প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করেছে। এবার বিশ্বের ৩৫০ সিসি আরে ৭০০ সিসি ইঞ্জিনের বাইকের বাজারও দখল করতে প্রস্তুত রয়েল এনফিল্ড।

রয়েল এনফিল্ডের বাইক দু’টিতে ৬৪৮ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন থেকে ৪৭ বিএইপি শক্তি আর ৫২ এনএম টর্ক পাওয়া যাবে। স্লিপ অ্যাসিস্ট ক্লাচের সঙ্গেই এই ইঞ্জিনে রয়েছে একটি ৬ স্পিড গিয়ার বক্স।

রয়েল এনফিল্ডের অন্যান্য ইঞ্জিনের মতোই এয়ার কুলড এই ইঞ্জিনে মিডরেঞ্জে দারুন পারফর্মেন্স পাওয়া যাবে।

নতুন দুই মডেলের বাইকে ডুয়েল চ্যানেল এবিসিএস রয়েছে। এগুলোর সামনের চাকায় একটি ৩২০ মিমি ও পিছনের চাকায় একটি ২৪০ মিমি ডিস্ক ব্রেক আছে।

কন্টিনেন্টাল জিটি ৫৬০ এবং ইন্টারসেপ্টার ৬৫০ এই দুই বাইকের ওজন ১৯৮ কিলোগ্রাম। বাইকে স্পিড মাপার জন্য একটি অ্যানালগ মিটার রয়েছে। এর সঙ্গেই গাড়ির একাধিক তথ্য দেখানোর জন্য অ্যানালগ মিটারের পাশেই একটি ডিজিটাল প্যানেলও সংযোজন করা হয়েছে।

ভারতে এই বাইক দুটি তিন থেকে চার লাখ রুপিতে পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com