শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন

লিটারে ১৫ টাকা বাড়তে পারে সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: উচ্চ উৎপাদন খরচের কারণে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিসি)। এতে সয়াবিন তেলের দাম বাড়তে পারে।

গত মঙ্গলবার পরিশোধনকারীরা বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের কাছে একটি চিঠি জমা দিয়ে সরকারকে রোববারের মধ্যে দাম পুনরায় সমন্বয় করার আহ্বান জানিয়েছে।

ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরবিএমএ) সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

তেল পরিশোধনকারীরা যুক্তি দিয়েছেন যে সয়াবিন তেলের দাম সমন্বয় না করা হলে বিশ্ববাজারে উচ্চ উৎপাদন খরচ ও দাম বৃদ্ধির কারণে ব্যবসায়ীদের লোকসান গুণতে হবে।

বিভিওআরবিএমএ-এর প্রধান নির্বাহী নুরুল ইসলাম মোল্লা জানান, বাণিজ্য সচিবকে পরিস্থিতি বর্ণনা করা হয়েছে।

৩ অক্টোবর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠকের পর অ্যাসোসিয়েশনটি লিটারে ১৪ টাকা দাম কমায়। খোলা এক লিটার সয়াবিন তেলের দাম ১৫৮ টাকা, এক লিটারের বোতলের দাম ১৭৮ টাকা এবং ৫ লিটারের বোতলের দাম ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com