রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ লেজেন্ডস ক্রিকেট লিগে অংশ নিতে চলা ৫৩ জন প্রাক্তন ক্রিকেটারের নাম প্রকাশ করা হল। কাদের বিরুদ্ধে খেলবেন সৌরভ? লেজেন্ডস ক্রিকেট লিগে (এলএলসি) যে সৌরভ গঙ্গোপাধ্যায় খেলবেন, এটা আগেই জানা গিয়েছিল। বিশ্বের তাবত সব সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে এবারের লিজেন্ডস লীগ মাঠে গড়াবে আগামী সেপ্টেম্বরে। তার আগেই বড় এক চমক জাগানো খবর দিল আয়োজক কমিটি।
আসরে মাশরাফি বিন মুর্তজা, ইয়ন মরগান, মুত্তিয়া মুরালিধরনদের সঙ্গে খেলবেন ভারতীয় সুপারস্টার ও বর্তমান বিসিসিআই বস্ সৌরভ গাঙ্গুলীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে এবং নারীর ক্ষমতায়নের প্রচারণার জন্যেই তারার মেলায় ব্যাট-বল নিয়ে ২২ গজে নেমে পড়বেন কলকাতার মহারাজ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম। আর শেষ হবে ৮ অক্টোবর।
এবারের আসরে চারটি দল অংশ নেয়ার কথা রয়েছে। যদিও সাবেক ক্রিকেটারদের মধ্যে কারা কোন দলের হয়ে খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি।
ভারতের মাটিতে হতে যাওয়া এই লীগে খেলবেন বাংলাদেশের সাবেক মাশরাফি। এ ছাড়া দীনেশ রামদিন, রস টেলর ও ইয়ন মরগান, শেন ওয়াটসন, মিচেল জনসন ও ম্যাট প্রিয়র, ব্রেট লি, ইউসুফ পাঠান, মন্টি পানেসার, প্রভিন তাম্বে, নোমান ওঝা, স্টুয়ার্ট বিনি ও আসগর আফগান, বিরেন্দর শেবাগ, মিসবাহ-উল-হক, জন্টি রোডসদের মতো তারকাদেরও খেলতে দেখা যাবে। মহারাজার নেতৃত্বে ছিলেন মহম্মদ কাইফ, জায়ান্টসের অধিনায়ক ছিলেন ড্যারেন স্যামি। লায়ন্স নেতৃত্ব দেন মিসবা।