সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

লাল নিশানা হাতে সহপাঠীদের বিক্ষোভ, কিশোরীর বাল্যবিয়ে পণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ নোয়াখালীর চাটখিলে সহপাঠীদের বিক্ষোভে এক কিশোরীর (১৬) বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন। বুধবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়নে মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই কিশোরীর সহপাঠীরা তার বিয়ের খবর শুনে লাল নিশানা হাতে তার বাড়িতে বিয়ে বন্ধের দাবিতে বিক্ষোভ করে।

ইউএনও আরও বলেন, এরপর থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে কনের বাড়িতে উপস্থিত হই। ভ্রাম্যমাণ আদালত কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার ও বর পক্ষকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেন। মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেয় তার পরিবার।

বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব উল্লেখ করে ইউএনও বলেন, মানুষ আরও সচেতন হলে বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। একইসঙ্গে উপস্থিত সকলকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানানোর সঙ্গে সঙ্গে বাল্যবিয়ের ঘটনা ঘটলে তাকে জানানোর অনুরোধ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com