বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাট সদর উপজেলায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৪৫) নামে এক অটো চালক নিহত হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারী) দুপুরে সদর উপজেলা গোকুন্ডা ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মুস্তাফীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালারহাট এলাকার বাসিন্দা।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটো রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটো চালক আব্দুল খালেক নিহত হয়েছেন। এসময় ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।