সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

লালমনিরহাট-৩ আসনে মনোনয়ন পাওয়ায় চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন মতিয়ার

লালমনিরহাট প্রতিনিধি:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসন থেকে মনোনয়ন পাওয়ায় লালমনিরহাট জেলা পরিষদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এ্যাড. মতিয়ার রহমান। তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, মতিয়ার রহমানের পদত্যাগপত্র ২৭ নভেম্বর সরকার কর্তৃক গৃহীত হয়েছে। উক্ত পদটি সরকার শূন্য ঘোষণা করেন। এমতাবস্থায়, জেলা পরিষদ আইন, ২০০০ (২০২২ সাল পর্যন্ত সংশোধিত) এর ১৩(২) ধারার বিধানমতে লালমনিরহাট জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান প্যানেল ক্রমিক (১) মো. তাহমিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সদস্য, ওয়ার্ড নং-৫ কে আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে অর্পণ করা হয়।

চিঠিটি লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। এছাড়াও লালমনিরহাট জেলা প্রশাসক, রংপুর বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে অনুলিপি দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com