বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

লালমনিরহাট সদর থানা জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি ওমর ফারুক

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে লালমনিরহাট সদর থানা ও শ্রেষ্ঠ ওসি লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুককে নির্বাচিত করা হয়েছে।

রবিবার (১৯ আগস্ট) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে লালমনিরহাট সদর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।

এসময় সার্বিক পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুকের হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়াও সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন লালমনিরহাট সদর থানার এসআই মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ এএসআই মোঃ হাসানাত আব্দুল হাই।

জানা গেছে, লালমনিরহাট সদর থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সকল মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোড়দার করায় গত জুলাই মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে লালমনিরহাট জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে লালমনিরহাট সদর থানাকে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হকসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com