বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

লালমনিরহাট জেলা আ’লীগের সা.সম্পাদক সপরিবারে করোনায় আক্রান্ত

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাট জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা আ’লীগ সুত্র জানায়, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি ও শ্যালিকা আলেয়া ফেরদৌসী লাকিসহ করোনা আক্রান্ত জেলা পরিষদ চেয়ারম্যানকে সোমবার (২৭ জুলাই) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়াও তার ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর করোনা শনাক্ত হয়ে হোম আইসলোশনে চিকিৎসা নিচ্ছেন। চেয়ারম্যান ও তার পরিবারের সুস্থ্যতায় সকলের নিকট দোয়া কামনা করেন জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জেলার ৫টি উপজেলা ও দুইটি পৌরসভায় করোনায় গত ২৪ ঘন্টায় ১৩জনসহ মোট শনাক্ত হয়েছেন ৩৬৯ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২২৪ জন। ৩জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। স্বাস্থ্যবার্তা মেনে না চলায় করোনা সংক্রামন উদ্বেগজনক ভাবে বাড়ছে। আসন্ন ঈদকে ঘিরে বাহিরে মানুষের পদচারনাও বেড়েছে। তাই ঈদ পরবর্তি করোনা সংক্রামন বাড়তে পারে। আতংক নয়, স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানান সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com