বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

লালমনিরহাটে ৯৯ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারীতে ৯৯ বোতল ফেন্সিডিলসহ রফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অপর একজন পালিয়ে যায়।

শনিবার (১৩ মে) সকালে উপজেলার মহিষখোচা বাজার এলাকা থেকে তাকে আটক করে। এ সময় একটি মোটরবাইক জব্দ করা হয়।

আটককৃত রফিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার খামারভাতি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষখোচা বাজারে অভিযান চালানো হয়। স্থানীয় মাইদুল ইসলামের দোকানের সামনে একটি মোটরবাইক আরোহীকে সন্দেহ হলে বাইকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে বাইকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। এসময় রফিকুল ইসলামকে আটক করা গেলেও অপর আরেকজন পালিয়ে যায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আটক রফিকুল ইসলাম ও তার সহযোগির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com