বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

লালমনিরহাটে ৩২ ঘন্টা পর রেলপথ-মহাসড়ক অবরোধ স্থগিত করল আন্দোলনকারীরা

লালমনিরহাটে ৩২ ঘন্টা পর রেলপথ-মহাসড়ক অবরোধ স্থগিত করল আন্দোলনকারীরা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে ৩২ ঘন্টা পর রেলপথ-মহাসড়ক অবরোধ স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

সোমাার (২৯ এপ্রিল) বিকেলে পাটগ্রাম কলেজ মোড়ের আন্দোলন মঞ্চ থেকে এ ঘোষণা দেন বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ও বিএনপি নেতা মোস্তফা সালাউজ্জামান ওপেল।

ঘোষণার ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম অংশে ৩২ ঘন্টা ধরে আটকে পড়া যান চলাচল শুরু হয়। অপরদিকে ৯ দিনের মাথায় উঠে গেল রেলপথ অবরোধ। ফলে গত ২১ এপ্রিল থেকে বুড়িমারী স্টেশনে আটকে থাকা একটি লোকাল ট্রেন লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে গতকাল রাতে হাতীবান্ধা থেকে অবরোধ তুলে নেওয়া হয়। ফলে গতকাল রাত থেকে মহাসড়ক এবং আজ সকাল থেকে রেলপথ সচল হয়।

পাটগ্রামের আন্দোলনে নেতৃত্বদানকারী ও পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, বুড়িমারী থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারী এক্সপ্রেস চালু না হওয়া পর্যন্ত ‘বুড়িমারী-লালমনিরহাট’ রুটে ওই ট্রেনের যাত্রীদের জন্য একটি শার্টল ট্রেন চালানোর আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। এ কারনে আমরা আপাতত আমাদের অবরোধ স্থগিত করছি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com