মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে ২ পৌরসভায় মেয়র পদে ১০ জনসহ মনোনায়ন জমা দিলেন ১০৬ প্রার্থী

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট জেলার দুইটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০জনসহ ১০৬জন প্রার্থী মনোনায়ন পত্র দাখিল করেছেন।

রোববার (১৭ জানুয়ারী) রাত ৮টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা পৌর নির্বাচনের এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে ৬জন, ৯টি কাউন্সিলর পদে ৪৩জন ও ৩টি নারী সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

মেয়র পদের ৬জন হলেন- আওয়ামীলীগ মনোনীত মোফাজ্জল হোসেন, বিএনপি’র মোশারফ হোসেন রানা, জাতীয় পার্টির এস.এম ওয়াহেদুল হাসান সেনা, ইশলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) আমিরুল ইসলাম, আওয়ামীলীগ বিদ্রোহী রেজাউল করিম স্বপন, আওয়ামীলীগ অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু।

এ পৌরসভায় মোট ভোটার ৪৭ হাজার ৭৬৯জন। যার মধ্যে পুরুষ ২৩ হাজার ৫৮৭জন ও মহিলা ২৪ হাজার ১৮২জন। ইলেক্ট্রনিক ডিভাইসে(ইভিএম) ১৮টি ভোট কেন্দ্র।

পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে ৪জন, ৯টি কাউন্সিলর পদে ৩১জন ও ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে হলেন, আওয়ামীলীগ মনোনীত রাশেদুল ইসলাম সুইট, বিএনপি’র একেএম মোস্তফা সালাউজ্জামান ওপেল, ইশলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা) সুমন মিয়া ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কাজী আসাদুজ্জামান।

পাটগ্রাম পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ৩১৭জন। ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান বলেন, লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহন করা হবে। মনোনায়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ১৯ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারী। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২৭ জানুয়ারী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com