শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে ১১৮৪ গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট জেলায় এক হাজার একশত ৮৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২শতাংশ জমির কবুলিয়াতসহ ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবার গুলোকে জমিসহ গৃহ হস্তান্তরের এ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়।

জানা যায়, ৩শ ধাপের ২ পর্যায়ে সারাদেশে ২৬ হাজার ২ শত ২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর করা হচ্ছে। এর মধ্যে লালমনিরহাট জেলায় এক হাজার একশত ৮৪টি সুবিধাভোগী ভূমিহীন-গৃহহীন পরিবার রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে লালমনিরহাটে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় ১হাজার ১শত শত ৮৪টি ঘরের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ২শত ৪২টি, আদিতমারী উপজেলায় ৩শত ৫টি, কালীগঞ্জ উপজেলায় ২শত ২৫টি, হাতীবান্ধা উপজেলায় ২শত ১০টি ও পাটগ্রাম উপজেলায় ২শত ২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com