বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

লালমনিরহাটে হরতালের সমর্থনে ছাত্রদলের লাঠি মিছিল

লালমনিরহাট প্রতিনিধি : ‘ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন ও ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে লালমনিরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি মিছিল করেছে।

শমিবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ’র নেতৃত্বে জেলা শহরে বিশাল লাঠি মিছিল অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা, তরুণ প্রজন্মের নতুন ভোটার ও শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা নতুন ভোটার। তাই গত ১৫ বছর ধরে যারা আমাদের ভোটাধিকার বঞ্চিত করেছে তাদের এই ডামি ও তামাশার নির্বানের আয়োজন করছে। তাই আসুন আমরা আওয়ামীলীগের এই সিলেকশন নির্বাচনকে বর্জন করি। তাদের পক্ষে ভোটের ফলাফল ও আসন নিশ্চিত করায় প্রহসনের এই নির্বাচনে আপনারা দেবেন না।

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ৭ জানুয়ারি বানরের পিঠা ভাগাভাগির ডামি নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

মিছিলে ছাত্রদলের সব নেতাকর্মীদের হাতে লাঠি নিয়ে হরতালের সমর্থনে ও ডামি নির্বাচন বর্জনের শ্লোগান দেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com