বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সম্পাদক জেল হাজতে

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা ও নাশকতা মামলায় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসবক দলের সাধারন সম্পাদক আব্দুস ছাত্তারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার (১৫ ফব্রুয়ারী) দুপুরে লালমনিরহাট জজ আদালতে জামিন নিতে আত্মসমর্পন করলে অতিরিক্ত দায়রা জজ মোঃ নজরুল ইসলাম তার জামিন না মঞ্জুর না করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

আটককৃত জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার হারাটি ইউনিয়নের বেড়পাঙ্গা এলাকার জনে মামুদের ছেলে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ অনেকে আহত হয়। পরে গুরুতর আহত জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার ৩ দিন পর বিএনপির ৮১ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত পরিচয়ের আরো ৩ থেকে ৪ শত বিএনপি নেতাকর্মীকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আনিনুল ইসলাম খান।

লালমনিরহাট জেলা জজ ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, জাহাঙ্গীর হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী স্বেচ্ছাসেবক দলের সাধরন সম্পাদক আব্দুস ছাত্তার জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com