বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে মারুফ হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আব্দুর রহিম (৩০) নামের অপর শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার সাতপাটকী এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মারুফ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬নং ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে এবং আহত অবস্থায় উদ্ধার হওয়া রহিম একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে সকাল ১০ টার পরপর সেপটিক ট্যাংক পরিস্কার করতে শুরু করে শ্রমিক মারুফ ও আব্দুর রহিম নামের দুই শ্রমিক। প্রথমে সেপটিক টাঙ্কিতে নেমে পড়ে মারুফ। সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে অপর শ্রমিক ট্যাংকে নামে। এসময় গ্যাসের কারণে সেও অসুস্থতা বোধ করলে দ্রুত উপরে উঠে রহিম কিন্তু মারুফ উঠতে পারেনি। মারুফ উপরে না ওঠায় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মারুফের লাশ উদ্ধার করে।
সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃতুর বিষয়টি লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরনবী নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে একজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।