সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

লালমনিরহাটে সুমন খাঁনের অপর নাম দয়ালু সুমন!

লালমনিরহাট প্রতিনিধি:: করোনার ভয়াল থাবায় বিশ্ব স্থবির হয়ে পড়েছে। বাদ পড়েনি আমাদের এই বাংলাদেশও। আর বাংলাদেশের ছোট্ট একটি জেলার নাম লালমনিরহাট। লকডাউনে কৃষি নির্ভর এই জেলার খেটে খাওয়া মানুষ কর্মের অভাবে যখন মানবেতর জীবন যাপন করছে ঠিক সেই সময় সদর পৌর সভার বাসিন্দা সাবেক জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি সুমন খাঁন এগিয়ে এসেছেন তাদের সহযোগিতায়। খেটে খাওয়া মানুষের কাছে সুমন খাঁনের নামই দয়ালু সুমন নামে পরিচিত।

বুধবার (১২ মে) দুপুরে লালমনিরহাট জেলা ট্রাক এ্যান্ড ট্যাংলরীর প্রধান কার্যালয়ে পাঁচ শতাধিক খেটে খাওয়া শ্রমিকদের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন। জেলা বাস, মিনি বাস ও মাইক্রো শ্রমিক ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম ও সাধারন সম্পাদক বুলবুল আহমেদের সৌজন্যে ৫ শত শ্রমিককে নগদ টাকা প্রদান করা হয়।

জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক সুমন খাঁনের ব্যাক্তিগত তহবিল হতে খেটে খাওয়া শ্রমিকদের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com