মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে সাবেক মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ

লালমনিরহাটে সাবেক মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি।। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও লালমিনরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলার হাতীবান্ধায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় মোতাহার হোসেন ও লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেফতারের দাবীতে বিভিন্ন স্লোগান দেয় তারা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

এর আগে রোববারও লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এক সম্প্রীতি সমাবেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নেতারা এমন অভিযোগ তুলে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও লালমিনরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেফতারের দাবি করেন।

সম্প্রীতি সমাবেশে বক্তারা অভিযোগ করেন, লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এবং হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুসহ কয়েকজন আওয়ামীলীগের নেতা গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভারতীয় সীমান্তে জড়ো করেন। সেখানে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সংখ্যালঘুর ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশত্যাগের নাটক তৈরি করা হয়। দেশের সম্প্রতি নষ্ট ও ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে মোতাহার হোসেন ও লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেফতারের দাবি করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট শাখার আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির জেলা সভাপতি গুরুচরণ রায়, সম্পাদক অনিন্দ্য কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শিবেন্দ্র নাথ রায় শিবু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com