শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

লালমনিরহাটে সরকারি ওষুধসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সরকারি ১৮ ব্যাগ স্যালাইনসহ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন লাবু (৩৫) কে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। বুধবার(২০ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে।

আটককৃত লাবু লালমনিরহাট পৌরসভার সাপটানা এলাকার আফজাল হোসেনের ছেলে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে জেলার সদর হাসপাতালের মূল ফটকের সামনে থেকে ১৮ ব্যাগ স্যালাইনসহ স্বেচ্ছাসেবক দলের নেতা লাবুকে আটক করে। আটককৃত লাবুকে স্যালাইনসহ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে এলাকাবাসী। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আটককৃতকে পুলিশে সোপর্দ করে।

ওষুধ (স্যালাইন) চুরির দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিশ্চিত করেছেন।

লাালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রমজান আলী বলেন, ১৮ ব্যাগ স্যালাইনসহ লাবু নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সরকারী ওষুধ চুরির সাথে হাসপাতালের কেউ জড়িত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, হাসপাতালের কেউ জড়িত থাকলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত এবং জড়িত থাকার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com