বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকের পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে ট্রাক চাপায় প্রাণ হারানো সাংবাদিক ইউনুস আলীর পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা প্রদান করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে সহায়তার এই অনুদান ইউনুস আলীর স্ত্রীর হাতে তুলে দেন। এছাড়াও মন্ত্রী পরবর্তিতে নিহত সাংবাদিকের পরিবারকে আরও সহায়তার ঘোষণা দেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ট সংবাদ জনগনের নিকট তুলে ধরে। তাদেরকে কেউ অবহেলা করবেন না।

তিনি আরো বলেন, সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টিতে আকর্ষণ করে। রোদ বৃষ্টি অপেক্ষা করে তারা তাদের দায়িত্ব পালন করে তাই যত কষ্টই হোক না কেন তাদের কাছে এসব কোন কিছুই না।

মন্ত্রী আরো বলেন, শুধু এক লক্ষ টাকায় নয়, নিহত সাংবাদিকের দুই ছেলে সন্তান আছে তাদেরও খোঁজ খবর আমি রাখব। তাদের যেকোনো সমস্যায় আমার এখানে আসলে আমি তাদের পাশে দাঁড়াবো। আশা করছি, সন্তান দুটি মানুষের মত হলে এই কষ্ট আর থাকবে না।

অর্থ বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সমাজকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান প্রমূখ।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে হাতীবান্ধা নিজ বাড়ি ফেরার পথে আদিতমারী পল্লী বিদ্যুৎ স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক ইউনিছ আলী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com