মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরন

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী চাংড়া পাড়া এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরন করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারী) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সহযোগিতায় এ শীতবস্ত্র ও মাস্ক বিতরন করা হয়।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ লালমনিরহাট জেলা নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইনছাফুল সরকার জানান, উত্তরের জনপদ লালমনিরহাট জেলা। এ জেলায় সুবিধা বঞ্চিত, গরীব এবং অসহায় মানুষের বসবাস বেশি। বিষয়টি বিবেচনা করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরন করেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন আগামিতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রাজপুর ইউনিয়নের সুশিলসমাজের নেতৃবৃন্দ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ লালমনিরহাট জেলা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ১শত পরিবারকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল ও কয়েক হাজার মাস্ক বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com