বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি ফরহাদ গাজীপুরে আটক

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে ১৩ বছরের এক শিশু কন্যাকে ধর্ষন মামলার অভিযোগে মো. ফরহাদ হোসেন (২২) নামে এক যুবককে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর একটি দল গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোরের দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর সদস্যরা তাকে গাজীপুরের কাসিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফরহাদ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শ্রীখাতা গ্রামের মোঃ মনিরের ছেলে। সে কালীগঞ্জ থানায় দায়ের করা ওই শিশু কন্যা ধর্ষণ মামলার আসামি। মামলা দায়েরের পর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিল।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত ফরহাদ হোসেন ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শ্রীখাতা গ্রামের একটি সুপারী বাগানে রাতের দিকে ১৩ বছরের এক কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করছিল। এ সময় শিশু কন্যাটির চিৎকারে ওই এলাকার রুহুল মিয়া নামে এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে তার হাতে থাকা টর্চ লাইটের আলো জ্বালান এবং ফরহাদকে চিনতে পারেন। সে সময় অভিযুক্ত ওই যুবক সেখান থেকে পালিয়ে যায়। পরে রুহুল মিয়া ওই কন্যা শিশুটিকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যান এবং বিষয়টি শিশুটির বাবা-মা কে জানান। এর পরদিন ধর্ষণের শিকার ওই শিশু কন্যার বাবা মনির বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬। মামলা দায়েরের পর দীর্ঘদিন ধরে ওই যুবক পলাতক ছিল। পরবর্তীতে গত ২২ এপ্রিল (সোমবার) র‍্যাব-২ এর একটি দল ভোরের দিকে কাসিমপুর থানা এলাকা থেকে ধর্ষক ফরহাদকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু ধর্ষণ মামলার আসামিকে আমরা র‍্যাবের মাধ্যমে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামী আমাদের হেফাজতে আসলেই আমরা তাকে আদালতে সোপর্দ করবো’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com