বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

লালমনিরহাটে শিশুশ্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক

লালমনিরহাট প্রতিনিধি:: বিড়ি তৈরীতে শিশুশ্রম বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আলোচকরা। শিশুশ্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যা।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শিশু শ্রম নিরসনে সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর রংপুরের আয়োজনে এ সেমিনারটি জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

তিস্তা ধরলা ও সানিয়াজান নদী বেষ্টিত জেলা লালমনিরহাটে শ্রমিক শস্তায় পেয়ে বেশ কিছু বিড়ি তৈরী কারখানা গড়ে উঠেছে। এসব বিড়ি মালিকরা কম খরচে পন্য উৎপাদনে শিশুদের ব্যবহার করছে। ভোরের আলোয় এসব শ্রমিকদের কারখানায় নিয়ে গেট বন্ধ করা হয়। কখনও কেউ পরিদর্শনে গেলে মুল গেট ও অফিসে কিছুক্ষন বসিয়ে রেখে পিছনের গেট দিয়ে কারখানার শিশু শ্রমিকদের সড়িয়ে নেয়া হয়। যার দরুন বিড়ি তৈরীতে শিশু শ্রম নিরসন করা সম্ভব হচ্ছে না এ জেলায়। দিন দিন এসব কারখানায় শিশুশ্রম বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন আলোচকরা।

সকল সেক্টরের মত বিড়ি তৈরীর স্বাস্থ্যগত ঝুঁকিপুর্ন শিশু শ্রম নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন সেমিনারের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যা।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর বিভাগের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক ও জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্য সচিব সৌমেন বড়ুয়া, সহকারী উপমহাপরিদর্শক ডা. এমএইচ মনিরুজ্জামান, শ্রম পরিদর্শক পীযুষ মোহন রায় ও সুদীপ রায়। সেমিনারে বিভিন্ন শ্রম সেক্টরের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com