সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট জেলা প্রশাসন ঘোষিত ৭ দিন লকডাউনের আজ শনিবার প্রথম দিন চলছে। প্রথম দিনেই জেলা শহরের প্রবেশদ্বার বন্ধ করে বসানো হয়েছে পুলিশি পাহাড়া। সাধারন জনগনের সারাও পাওয়া যাচ্ছে।
শনিবার (২৬ জুন) সকাল থেকে জেলা শহরের সমস্ত দোকান পাট বন্ধ দেখা গেছে। জেলা প্রশাসনের দখলে রয়েছে রাস্তা ঘাটসহ সমস্ত এলাকা।
করোনা সচেতনতায় জেলা শহরের কোন মানুষকে ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় পাওয়া যাচ্ছে না।
এক্সিকিউটিভ ম্যাজিস্টেড নয়ন কুমার শাহা কয়েকজন ট্রাক চালকের মাস্ক না থাকায় এবং দোকানে ভির থাকায় বৈশাখী মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করেন। গোটা এলাকায় ঘুরে ঘুরে তদারকি করছেন জেলা প্রশাসক আবু জাফর।
এ সময় তিনি গাইবান্ধা থেকে আসা ৩ জনকে আটক করে তারা করোনায় আক্রান্ত কি না তাদের নমুনা সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।
এর আগে ২৩ জুন বুধবার বিকালে জুম অ্যাপস এর মাধ্যমে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় লালমনিরহাট পৌর এলাকায় ২৬ জুন থেকে ২ জুলাই ৭দিনের সর্বাত্বক লকডাউন ঘোষনা করা হয়।