মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনারহাট পৌরসভা নির্বাচনে প্রায় সবগুলো ভোটকেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারামারি ঘটনা ঘটেছে। এসময় কাউন্সিলর প্রার্থীসহ ছয়জন আহত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত পৌরসভার প্রায় সব গুলো ভোট কেন্দ্রে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহতরা হলেন- ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুস ছালাম, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যাক্ষ হাবিবুর রহমান হাবিব, সুফি তাহেরুল ইসলাম, আব্দুল জলিলসহ মোট ৭ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট পৌরসভার ভোটগ্রহণ শুরু হলে বিক্ষিপ্তভাবে কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দক্ষিণ বত্রিশ হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়, রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়, সাপ্টানা সরকারি প্রাথমিক বিদ্যালয় খোচাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গুলোতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুস ছালাম, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যাক্ষ হাবিবুর রহমান হাবিবসহ ৭ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলেও জানান তিনি।