মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

লালমনিরহাটে ভারতীয় শাড়ীসহ ৪ চোরাকারবারী আটক

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পিকআপে ভারতীয় শাড়ী পাচারকালে ৩৯৯ পিস শাড়ী উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়ীচালকসহ ৪ জনকে আটক করে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি তদন্ত ফরহাদ হোসেন।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে এসব উদ্ধার করেন। এসব শাড়ীর আনুমানিক মূল্য ১৯ লক্ষ ৯৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছেন।

আটককৃতরা হলেন, পাটগ্রাম উপজেলার ধবলসুতি গ্রামের নুর হোসেনের চেলে বুলবুল (৪৫),একই এলাকার সাহাবুর রহমানের ছেলে পিকআপ চালক নুর আলম (২৪), মৃত মোশারফ হোসেনের ছেলে শাহাজাদা (৩০) ও শহিদুল ইসলাম শহিদ (২৮)।

পুলিশ জানান, অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে পিকআপে ৩৯৯ পিস ভারতীয় শাড়ী নিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা চেকপোস্ট বসানো হয়। ওই সময় পিকআপ ভ্যানটি টের পেয়ে দ্রুত পালানো চেষ্টা করে। তাদের ধাওয়া করে পিকআপ ভ্যানসহ ৪জনকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার ওসি তদন্ত ফরহাদ হোসেন জানান, দীর্ঘদিন থেকে এই চক্রকে আটক করা চেষ্টা করা হচ্ছিল। কিন্তু বিভিন্ন কৌশলে তারা ভারতী পণ্য দেশের বিভিন্নস্থানে নিয়ে যায়। তাদের নামে কালীগঞ্জ থানার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি) ধারায় মামলা করা হয়েছে। আটককৃত ৪জনকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com