মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

লালমনিরহাটে বিপুল পরিমান গাঁজাসহ আটক দুই

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে কর্নফুলি পরিবহন নামে একটি বাস থেকে ৫৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের পশ্চিম ঢাকনাই গ্রামের এছাহাক আলীর পুত্র হাফিজুর রহমান (৩৩) ও লালমনিরহাট পৌরসভার বালাটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং ওই বাসের সহকারী চালক নূর নবী ইসলাম (২৭)।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বাস রিজার্ভ করে কৃষি শ্রমিক পরিবহনের নামে বিপুল পরিমান গাঁজা পরিবহন করা হচ্ছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৪ জানুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার ভোটমারী থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কর্ণফুলী স্পেশাল রিজার্ভ বাস সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় আটক করে ডিবি পুলিশ। পরে বাসের লকার তল্লাশি করে ৫৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বাসটি জব্দসহ চালক হাফিজুর ও সহকারী চালক নূর নবীকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় আটক দুইজনসহ পলাতক রুবেল নামে বাসটির মালিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com