বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করার সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কালীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিএনপির ৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ বাদি হয়ে বিএনপির ১৭ নেতকর্মীর নাম উল্লেখ করে ৭০-৮০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলাটি করা হয়েছে বলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর সত্যতা নিশ্চিত করেছেন। তবে থানা পুলিশ আসামীদের নাম প্রকাশ করেনি।
কালীগঞ্জ থানা পুলিশ সুত্র জানায়, আমরা আসামী ধরতে কাজ করছি। নাম প্রকাশ হলে আসামীদের ধরতে সমস্যা হবে। তাই এখনই আসামীদের নাম প্রকাশ করা যাবে না।
এর আগে ১৪ সেপ্টেম্বর রাতে কেন্দ্র বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদের বিক্ষোভ করতে নামে কালীগঞ্জ থানা বিএনপি। এসময় পুলিশ বিএনপি নেতকর্মীদের ছত্রভঙ্গ করতে এক রাউন্ড ফাকা গুলি করেন।
বঙ্গবন্ধুকে কটুক্তি করায় দুলুর বিরুদ্ধে আইসিটি আইনে করা মামলাটি ১৩ সেপ্টেম্বর রাতে প্রসিকিউসন শেষে লালমনিরহাট সদর থানা পুলিশ রেকর্ড করার কথা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মামলার পুলিশি কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছি।