বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

লালমনিরহাটে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী উপজেলার হাজিগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মনির হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বকশীটারি এলাকার আবু তালেবের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় মনির হোসেন রাস্তা দিয়ে হেঁটে জামতলা হাফিজিয়া মাদ্রাসা যাচ্ছিল। এ সময় হাজিগঞ্জ থেকে আসা বালু বোঝাই ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মনির। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে বালু বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে এলাকাবাসী ট্রাক আটক করে স্থানীয় কমলাবাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে চেয়ারম্যানের হাতে জমা দেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com