মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৫০ বোতল ফেনসিডিলসহ ফাতেমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল।
রবিবার (১২ মে) সকালে গ্রেপ্তারকৃত ওই নারীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করেন র্যাব-১৩ আভিযানিক দল।
এর আগে শনিবার গভীর রাতে ওই উপজেলার খামারভাতি গ্রাম থেকে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে র্যাব।
আটক ওই নারী মাদক ব্যবসায়ী ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। তার স্বামীও একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
সূত্র মতে, ওই দম্পতি দীর্ঘদিন ধরে নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করে আসছে। র্যাব-১৩ রংপুরের একটি টিম তাদেরকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখে। পরে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ওই নারী মাদক ব্যবসায়ী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করেন র্যাব-১৩ এর আভিযানিক দল। এ সময় তার স্বামী রফিকুল র্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মোঃ ইমতিয়াজ কবির বলেন, ‘এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। আসামিকে দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে’।