মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

লালমনিরহাটে পুলিশের বাঁধায় বিএনপির বিক্ষোব কর্মসুচি পন্ড

লালমনিরহাট প্রতিনিধি::

৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিসব উল্লেখ করে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করত চাইলে পুলিশ তাতে বাঁধা প্রদান করে।

তাৎক্ষণিকভাবে পুলিশের এমন আচরণের নিন্দা জানিয়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ বাধা দিয়েছে। পরে বিক্ষোভ মিছিলটি সেখানেই শেষ করে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে লালমনিরহাট সদর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক একেএম মমিনুল হক বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের আতঙ্ক শুধুই বিএনপি। তাই তারা বিএনপির ওপর চড়াও হয়েছে। তিনি বলেন, ‘সরকার যতই উসকানি দিক, আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব। এ সরকারের পতন ঘটনা না পর্যন্ত ঘরে ফিরে যাব না।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির আহবায়ক ও যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনেব নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com