বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে পুকুরের পানিতে ডুবে তাছনিমুল কবীর তাছিম (১৫) নামে দশম শ্রেণির এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের হাড়িভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাছনিমুল কবীর তাছিম জেলা শহরের বালাটারী এলাকার আখতারুল কবীর মাষ্টারের একমাত্র ছেলে এবং এক ভাই দুই বোনের মধ্যে তাছিমই সবার বড়।

এলাকাবাসী জানায়, তাছনিমুল কবীর তাছিম তার ৪জন বন্ধুর সাথে বাড়ির পাশেই একটি পুকুরে গোসল করতে যায়। তারা কেও সাতার জনতো না। গোসলের এক সময় তাছিম পানির নিচে তলিয়ে গেলে আর উঠতে পারেনি। পরে বন্ধুরা তাছিমের বাড়িতে এসে তার বাবাকে বললে তিনি দ্রুত সেই পুকুরে যায় এবং অনেক খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্য এসে তাছিমকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, তাছিমের বাবা-মা দুজনেই শিক্ষক। বাবা আখতারুল কবীর উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের ম্যাথম্যাটিক্স এর টিচার এবং মা সোহানা শারমিন মৃত্তিঙ্গা সরকারী প্রাথমিক বিধ্যালয়ের প্রধান শিক্ষক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com