বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে পাইপবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ওমর আলীর

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাইপবোঝাই একটি ট্রাক উল্টে ওমর আলী (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও ৪ শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (৯ জুন) সকালের দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর আলী (৩০) নীলফামারীর জলঢাকার আদর্শপাড়া এলাকার মো. লুৎফর রহমানের ছেলে। আহতরা হলেন- নূর মোহাম্মদ (১৮), মামুনুর রশিদ (৩০), সাইফুল ইসলাম (১৭) ও ইয়াকুব আলী (২০)। এরা সবাই ওই একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি পাইপবোঝাই ট্রাক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ অভিমুখ হয়ে যাচ্ছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের পাশে উল্টে পড়ে ট্রাকটি। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, চারজন আহত হন। ট্রাকে থাকা যাত্রীরা রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন।

পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত চারজনকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই সেখানে পুলিশের একটি টিম পাঠিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com