বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

লালমনিরহাটে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাটে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিহরট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২২ মার্চ) বিকেলে পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী বাংলাদেশী ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার বিকালে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমারসহ ৫ জন বিএসএফের সদস্য। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এর পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলীসহ ৬ জন বিজিবি সদশ্য। আটক ৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্থান্তর করেন।

আটকৃতরা হলেন, ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) (তৃতীয় লিঙ্গ), আনোয়ার হোসেন ছেলে ফরিদ ইসলাম ও হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) (তৃতীয় লিঙ্গ), মোয়াজ্জেম হোসেন সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি (২৭) (তৃতীয় লিঙ্গ)। তারা সকলেই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। অপর দুজন হলেন, আহমাদ আলী ছেলে আদম আলী (৫২), আদম আলী স্ত্রী আমিনা বিবি (৪২) তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা।

বিজিবি জানায় শুক্রবার বিকালে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন এর আঙ্গরপোতা বিওপি সীমান্ত ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের সময় ৬ বিএসএফ এর ওমর ক্যাম্পের টহলদল কর্তৃক আটক করেন। এর আগে ২০২২ সালে অবৈধভাবে কুমিল্লা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা।

রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী বলেন, ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফের সাথে আলোচনার মাধ্যমে ৫ বাংলাদেশীকে ফেরত দেন ভারতীয় বিএসএফ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com