সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মজিদুল ইসলাম নামে এক পল্লীবিদ্যুত কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সারপুকুর ইউনিয়নে ঝড়ে ছিড়ে যাওয়া বিদ্যুতের লাইন ঠিক করতে গেলে মৃত্যুর এ ঘটনা ঘটে।
মজিদুল কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুতে চুক্তিভিত্তিক কাজ করতো এবং ওই ইউনিয়েন মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা বলেন, গতকাল রাতে ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে যায়। মজিদুল সন্ধ্যায় নিজ উদ্যোগে ছিড়ে যাওয়া বিদ্যুতের লাইনের মেরামতের কাজ করছিল। এমন সময় বিদ্যুতের সাব-স্টেসন থেকে মেইন লাইনে সংযোগ দিলে, মজিদুল বিদ্যুতস্পৃষ্ঠ হয়। পরে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে পল্লীবিদ্যুতের স্টেসন ইনচার্জ রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তাই এ ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। তবে এজিএম, ইনচার্জসহ অফিসের সব বন্ধ পাওয়া যায়।
এদিকে বিষয়টি মিমাংসার জন্য পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষ মজিদুলের পরিবারের সাথে আলোচনায় বসে। সেখানে অন্যান্য কর্মচারীর নিকট চাঁদা তুলে মজিদুলের পরিবারকে এক লক্ষ টাকা দেয়া হবে বলে জানান তারা। এ জন্য তারা মজিদুলের মরদেহ পোস্টমর্টেম না করার অনুরোধ করেন।