বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে পলাতক তিন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে বিভিন্ন মেয়াদে পলাতক ৩ সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট পৌরসভার ওয়ার্লেছ কলোনী এলাকার শাহজাহান আলীর ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত রাজু সরকার, শিবরাম এলাকার আফজাল হোসেনের ছেলে এক মাসের সাজাপ্রাপ্ত বাদশা আলমগীর ও তালুক খুটামারা এলাকার আব্দুল বারির ছেলে এক মাসের সাজাপ্রাপ্ত বাবু শিকদার।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে দির্ঘদিন থেকে পলাতক থাকা আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। পলাতক থাকা এসব সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ওই ৩জন সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি এরশাদুল আলম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com