বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট জেলার আদিতমারী থানার ১ বছরের সাজাপ্রাপ্ত ও ডাবল পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে বিশেষ অভিযানের মাধ্যমে চট্টগ্রাম জেলার বায়েজীদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক এর দিকনির্দেশনায়, এসআই মোঃ জয়েন উদ্দিন, এএসআই তপন কুমার ও সঙ্গীয় ফোর্স সহ উক্ত অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী আদিতমারীর তালুকপলাশী এলাকার মৃত আলহাজ্ব খোকা মামুদ ওরফে খোশ মামুদের পুত্র মোঃ আব্দুস সামাদ। সে দীর্ঘদিন চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী এলাকায় গা ঢাকা দিয়ে ছিলো।
এবিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, চলমান বিশেষ অভিযানের মাধ্যমে আসামীকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামীকে জেলহাজতে প্রেরন করেন।