বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারীতে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিন্টু মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) দুপুরে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার মিন্টু মিয়া দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা এলাকার মকবুল হোসেনের ছেলে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, শুক্রবার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীর দুর্গাপুর ইউপিস্থ দক্ষিণ গোবধা গ্রামের মিন্টু মিয়ার বাড়িতে উপপরিদর্শক জয়েন উদ্দীনসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে মিন্টু মিয়ার বাড়ির একটি ঘরে খাটের তোষকের নিচে থাকা একটি নীল রঙ্গের শপিং ব্যাগের ভিতরে রাখা ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে ওই আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক আরো বলেন, ট্যাপেন্টাডল ট্যাবলেট সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের আজ শনিবার দুপুরের পর আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com