শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

লালমনিরহাটে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় মহেন্দ্রনগরের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের সেনামৈত্রী হর্কাস মার্কেটের সামনে তাকে আটক করা হয়।

আটক নুরুজ্জামান মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকার মৃত শমসের আলীর ছেলে এবং মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি।

জেলা গোয়েন্দা পুলিশ জানান, বিএনপি নেতা নুরুজ্জামানসহ শহরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করছিলেন। তাকে আটক করার সময় বাকি বিএনপি নেতারা পালিয়ে যান। আটক নুরুজ্জামান মহেন্দ্রনগর বিএনপির একজন সক্রিয় নেতা বলে জানা গেছে। আটকের সময় তার হাতে অনেকগুলো লিফলেট উদ্ধার করা হয়।

লিফলেটে ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লেখা ছিল।

জেলা বিএনপি সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, লিফলেট বিতরণ শেষে বাসায় আসার সময় নুরুজ্জামানকে আটক করে সাদা পোশাক পরিহিত পুলিশ। তবে কি বিষয়ে তাকে আটক করেছে আমরা জানি না। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, সরকার বিরোধী লিফলট বিতরনের সময় গোয়েন্দা পুলিশ নুরুজ্জামান নামে এক বিএনপি নেতাকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি সম্পন্ন করে বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com