বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

লালমনিরহাটে নিজেই গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেন এসপি আবিদা সুলতানা

লালমনিরহাট প্রতিনিধি::

মাত্র সাত মাস আগে আবিদা সুলতানা লালমনিহাট জেলার পুলিশ সুপার (এসপি) হিসাবে যোগদান করেছেন এবং তিনি জেলার প্রথম মহিলা পুলিশ সুপার। সামাজিক অপরাধের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতাও তৈরি করছেন তিনি। গুরুত্বপূর্ণ মামলার তদন্তেও এনেছেন আমুল পরিবর্তন। নিজেই ঘটনাস্থলে গিয়ে বিশেষ করে মহিলা ও শিশু নির্যাতন আইনের অধীনে গুরুত্বপূর্ণ মামলাগুলি তদন্ত করেন তিনি। এসপি হিসাবে তিনি মামলার তদন্ত করেছেন বলে স্থানীয়দের মধ্যে যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচারের প্রত্যাশাও বেড়ে গেছে।

মামলা তদন্তের পাশাপাশি তিনি সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট এলাকার স্থানীয়দের মধ্যে মতবিনিময় করেন। তিনি স্থানীয়দের কথা শুনেন এবং সমস্যা সমাধানে তাদের সহায়তা করেন।

মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেলে একটি গুরুত্বপুর্ন মামলার তদন্তে তিনি নিজেই যান এবং সন্ধ্যা অবদি তদন্ত শেষে নিজ কার্যালয়ে ফিরে আসেন।

লালমনিরহাট সদর উপজেলার সিন্দুরিয়া মন্ডলপাড়া গ্রামের কৃষক সোলেমান মিয়া (৬৫) বলেন, “এসপি স্যার নিজেই মামলা তদন্ত করছেন এজন্য আমরা যথাযথ তদন্ত ও ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে নিশ্চিত।” তিনি সামাজিক অপরাধের বিরুদ্ধেও কথা বলেন বলে জানালেন গ্রামের এই কৃষক। “এই প্রথম আমি কোনও এসপিকে দেখলাম যিনি স্বেচ্ছায় গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করেন। তিনি আমাদের কাছে এসে আমাদের কথা শুনছেন এবং সমাধান দিচ্ছেন,” কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া গ্রামের অপর কৃষক সেকেন্দার আলী জানান।

আদিতমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এসপি স্যারের উদ্যোগ ঘটনাস্থলে গিয়ে মামলার তদন্ত করা ও স্থানীয়দের সাথে মতবিনিময় পুলিশের প্রতি সাধারন মানুষকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলছে। “এসপি স্যারের মামলার তদন্তের কৌশলগুলি দুর্দান্ত এবং সুপ্রতিষ্ঠিত। তার সাথে আমরা ঘটনাস্থল গিয়ে মামলার তদন্ত সম্পর্কে দক্ষতাও অর্জন করছি।

পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম বলেন, যে তিনি নারী ও শিশু নির্যাতনের গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করেন যাতে লোকেরা যথাযথ ন্যায়বিচার পেতে পারেন এবং যাতে কোনও মানুষ হয়রানির শিকার না হয়। “আমি মামলার তদন্তকালে সামাজিক অপরাধের বিরুদ্ধে গণমানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর সুযোগ পাচ্ছি। “অনেক সময় সচেতনতার অভাবে লোকেরা সামাজিক অপরাধে জড়িয়ে পড়েন এবং তাদের যদি সঠিক পরামর্শ দেওয়া হয় তবে তাদের মধ্যেও সামাজিক অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হবে, এসপি আবিদা সুলতানা এমনটি জানিয়ে আরও বলেন, তিনি তার সচেতনমুলক কার্যক্রম আগামীতেও চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com