বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে নদীতে ভেলা ডুবে যুবক নিখোঁজ

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে কলার ভেলা উল্টে রাজু মিয়া (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার নাওহাটা মোতাহার বাজার এলাকায় আরও দুই যুবকসহ ভেলায় চড়ে সানিয়াজান নদী পাড় হওয়ার সময় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি কেউ।

নিখোঁজ যুবক ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, উপজেলার সানিয়াজান নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এ সময় ওই এলাকার রাজু মিয়া সহ আরও দুই যুবক সানিয়াজান নদী পার হওয়ার জন্য কলা গাছের একটি ভেলা বানায়। এই কলা গাছের ভেলায় তিন যুবক নদী পার হতে গেলে পানির তীব্র স্রোতে কচুরিপানায় ধাক্কা লেগে ভেলাটি উল্টে যায় এবং রাজু মিয়াসহ তিনজনেই পানিতে ডুবে যায়।

এলাকাবাসী তাৎক্ষণিক ঘটনাটি দেখতে পেয়ে ওই দুই যুবককে উদ্ধার করতে পারলেও রাজু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।

পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ডুবুরি না থাকায় রাজুকে উদ্ধার না করেই ফিরে যান। তবে তারা জানিয়েছেন ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল আসলেই উদ্ধার কাজ শুরু হবে।

বিকেল ৫টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের কোন সদস্য পৌছায়নি বা রাজু মিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সানিয়াজান ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকটি পানিতে ডুবে নিখোঁজের প্রায় ৩/৪ ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত এখানে ডুবুরি দলের কোন সদস্য আসলো না ছেলেটিকে উদ্ধার করার জন্য। বিষয়টা খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com