মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নদীতে ডুবে জিহাদ মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) বিকেলে ওই উপজেলার মুন্সির বাজার তিস্তা পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর জিহাদ মিয়া কাশিরাম গ্রামের আবুল কালামের ছেলে।
কালীগঞ্জ থানার এএসআই তৌহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বিকেলে চার বন্ধুর সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে যায় জিহাদ। গোসল করে বাকি ৩ জন ওঠে আসলেও জিহাদকে ওঠে না আসায় তারা এলাকবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজি তাঁকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
তুষভান্ডার ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের বলেন, “নদীতে গোসল করতে গিয়ে জিহাদ মারা যায়। বিষয়টি দুঃখজনক”।